আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা): ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। এসময় তাদের কাছ থেকে ৬২ কেজি ৩৭০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়। বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, বুধবার (৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়ার টঙ্গীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ধজনগর এলাকার মৃত বজলু মিয়ার ছেলে মো. কাওছার (৪০) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বাটামাথা হাসিমপুর এলাকার মো. তারু মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৮) ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. মেহেদি হাসান (২২)।
র্যাব জানায়, র্যাব-৪ এর একটি আভিযানিক দল বুধবার ভোরে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৬২কেজি ৩৭০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করে। পরে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপও জব্দ করা হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।