রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আশুলিয়ায় ৪ কেজি গাঁজাসহ নারী আটক

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ ফেব্রুয়ারি ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, আশুলিয়ার দক্ষিন গৌরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন।

আটক মোসা. আসমা (৩৭) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর কুতুবপুরের সেনপাড়া এলাকার মৃত শাহ আলমের মেয়ে। তার স্বামীর নাম লিটন।

ডিবি পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার দক্ষিন গৌরিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসমা নামের এক নারী মাদক ব্যবসায়ী আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ওই নারী মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।