আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা): ঢাকার আশুলিয়ায় ২৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) এর একটি দল। শুক্রবার (০৬ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে, একইদিন ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রাজশাহী জেলার মো. রিংকু ইসলাম (২৫) ও মো. নাজমুল প্রামানিক (২২)।
উদ্ধারকৃত গাঁজা।
র্যাব-৪ জানায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৪ এর একটি আভিযানিক দল। এসময় ২৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সাভার, ধামরাই, আশুলিয়াসহ রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট সরবরাহ করে আসছিলো।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।