রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আশুলিয়ায় ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):
ঢাকার আশুলিয়ায় ১ কেজি গাঁজাসহ মো. সুমন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (২২ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান। এর আগে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর মুক্তা পাম্প এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিয়াম (২২) ও তুহিন (২৫) নামের দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
আটক সুমন (২৭) ভোলা জেলার চরফ্যাশন থানার তোলাতলি দক্ষিণ আইচা এলাকার হারেজের ছেলে। সে আশুলিয়ার শ্রীপুর ও মধুপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, শনিবার রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকার মুক্তা সিএনজি পাম্পের পাশে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ সুমন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩১ হাজার ৫’শ টাকা। আটককৃতের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।