আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা): ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (০৬ ফেব্রুয়ারী) দুপুরে প্রীজনভ্যানে করে আটক আসামিকে আদালতে পাঠানো হয়। এর আগে, রোববার (০৫ ফেব্রুয়ারী) বিকেল পৌনে ৫টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া হিজলহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান।
আটক রাশেদুল ইসলাম (৪২) সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার সাত বাড়িয়া এলাকার মৃত ইমাম আলীর ছেলে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান জানান, বিকেলে ডিউটিরত অবস্থায় আশুলিয়ার বাড়ইপাড়া হিজলহাটি এলাকায় কতিপয় মাদক কারবারি ভ্রাম্যমাণ অবস্থায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাশেদুল নামের এক মাদক কারবারিকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা। এছাড়াও তার নিকট থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।