নিউজ ডেস্ক: ঢাকা জেলার আশুলিয়া থানার আশুলিয়া বাজার এলাকা থেকে মো. মুরাদুল ইসলাম (১২) মহিয়ান নামে এক শিশু হারিয়ে গেছে। গত রোববার (২৬ ফেব্রুয়ারি) সে আশুলিয়া বাজার এলাকা থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর দুইদিন খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুটির বাবা আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর- ২৬২৫, তারিখ ২৮/২/২০২৩ ইং।
হারিয়ে যাওয়া শিশুটির মায়ের নাম মোসা. মুক্তা খানম। শিশুটির বাবা পেশায় ইলেকট্রিকমিস্ত্রী মো. মাছুম কর্মসূত্রে আশুলিয়ায় থাকেন। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠী জেলার সদর থানার গগন গ্রামে। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার হেফজ শাখার শিক্ষার্থী। টানা টানা চোখ ও মুখাবয়ব গোলাকৃতির শিশুটি শ্যামলা বর্ণের। তার কপালে একটি ছিদ্র ও দাগ আছে।
কোনো সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেলে পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে পৌছে দিতে আহ্বান জানিয়েছেন শিশুটির বাবা মো. মাছুম।