আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা): ঢাকার আশুলিয়ায় নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করার দায়ে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আশুলিয়ার বাইপাইল ও পল্লীবিদ্যুৎ এলাকায় মিজানুর রহমানের মালিকানাধীন নেসারিয়া কর্পোরেশনকে ১০ হাজার টাকা ও মিলন মিয়ার মালিকানাধীন আরেক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন বলেন, ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মোমিনুর রহমান স্যারের নির্দেশনা অনুসারে এলপিজি সিলিন্ডারের বাজার মূল্য যাচাইয়ে আজ (রোববার) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়া থানাধীন বাইপাইল, পল্লীবিদ্যুত ও ডেন্ডাবর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি সিলিন্ডার বিক্রয় করার দায়ে ২ জনকে সর্বমোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এদের মধ্যে বাইপাইলের নেসারিয়া কর্পোরেশনের মালিক মিজানুর রহমানকে ১০ হাজার টাকা এবং ডেন্ডাবর এলাকায় মিলন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৩৯ এবং ৪০ ধারা মোতাবেক উপরোক্ত অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও একই অভিযানে মেয়াদ ও বিএসটিআই এর সনদহীন গ্রামীণ ফুড এন্ড বিস্কুট ফ্যাক্টরি নামে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ এবং ৩৮ ধারা অনুসরণ করা হয়েছে। এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান চলাকালে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।