রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আশুলিয়ায় ডোবা থেকে চালকের মরদেহ উদ্ধার, হদিস নেই অটোরিকশার

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার আশুলিয়ায় মহাসড়কের পাশের ডোবা থেকে ভাসমান অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার অটোরিকশাটির কোন হদিস পাওয়া যায়নি। শনিবার (০৪ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় আরিচাগামী লেনের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মো. ইমাম হোসেন (৪৭) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাল্লুকগাড়ি গ্রামের আমিনুল ইসলামের ছেলে। পরিবার নিয়ে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকার ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, ইমাম হোসেন বৃহস্পতিবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হলেও আর ফেরেনি। থানায় মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারনা, শ্বাসরুদ্ধে হত্যার পর লাশটি ডোবায় ফেলে অটোরিকশাটি নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনা আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।