সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আশুলিয়ায় ডিবির অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ মার্চ, ২০২৩

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার আশুলিয়ায় অভিযান পরিচালনা করে মো. শফিকুল ইসলাম (৪৫) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বুধবার (১ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. শফিকুল ইসলাম রংপুর জেলার পীরগাছা থানার শ্রীকান্ত মধুরাম গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার নরসিংপুর বাংলাবাজার এলাকার মোন্তা মেম্বারের বাড়ির ভাড়াটিয়া।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের অবৈধ বাজারমূল্য আনুমানিক ৩ লাখ টাকা।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এরই ধারাবাহিকতায় আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উক্ত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।