বুধবার , ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আশুলিয়ায় ডিবির অভিযানে ১১০০ গ্রাম গাঁজা ও ৩০০ পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বুধবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) আশুলিয়া থানাধীন আনারকলির পুকুরপাড় ও জামগড়ার সিরু মার্কেট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন- ঢাকার আশুলিয়ার আউকপাড়া পুকুরপাড় এলাকার মো. ওমর মিয়ার ছেলে মো. রুবেল হোসেন (২৭) এবং অপরজন আশুলিয়ার জামগড়া পশ্চিমপাড়া এলাকার মো. নুরুল হকের ছেলে মো. জুনায়েত হাসান ওরফে জুনু (২০)।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার আনারকলি পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি রুবেল হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম পিপিএম। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি জুনায়েদ হাসান পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এরই ধারাবাহিকতায় আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছি। উক্ত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।