সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আশুলিয়ায় অজ্ঞাত ব্যক্তিকে পিটিয়ে হত্যা, দুই নারীর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার আশুলিয়ায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃওরা। মঙ্গলবার (০৭ মার্চ) সকালে আশুলিয়া ইউনিয়নের দোসাইদ এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। হত্যাকান্ডের ঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় আশুলিয়া ইউনিয়ন পরিষদের (৩নং ওয়ার্ড) সদস্য আজাদ উজ্জ্বল বলেন, রাতের যেকোন সময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে পিটিয়ে ও নির্মম ভাবে ইট দিয়ে মাথা থেতলে হত্যা করে মরদেহ দোসাইদ এলাকায় একটি গাছের সাথে রশি দিয়ে বেধে পালিয়ে যায়। পরে সকালে স্থানীয়রা ওই ব্যক্তির মরদেহ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরনে প্যান্ট ও গেঞ্জি ছিলো। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, অজ্ঞাত ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি হত্যাকান্ডের মোটিভ উদ্ধারে পুলিশ কাজ করছে।

এদিকে সকালে পৃথক দুটি স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশের ধারণা দুই নারী আত্মহত্যা করেছে। এর আগে, গত দুই দিনে আশুলিয়া ও সাভার থেকে চার জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছিলো পুলিশ। প্রতিনিয়ত এসব এলাকায় মানুষের মরদেহ উদ্ধারে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে।