শনিবার , ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

আলবেনিয়ার জনসংখ্যা হ্রাস পেয়ে ২৪ লাখে দাঁড়িয়েছে : আদমশুমারি

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ জুন, ২০২৪

প্রধানত অভিবাসনের কারণে গত ১৩ বছরে দেশটির জনসংখ্যা কমেছে ৪২০,০০০জন।
শুক্রবার প্রকাশিত জাতীয় আদমশুমারির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
আদমশুমারির হিসাব অনুযায়ী,আলবেসিনয়ার জনসংখ্যা ২০১১ সালের ২৮ লাখ থেকে ২০২৩ সালের সেপ্টেম্বরে হ্রাস পেয়ে ২৪ লাখে দাঁড়িয়েছে।
আলবেনিয়ান ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিকসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০ সাল থেকে মূলত অভিবাসনের কারণে দেশটির জনসংখ্যা হ্রাসের একটানা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
আলবেনিয়ায় ২০২৩ সালের আদমশুমারি হচ্ছে গত ১০০ বছরের মধ্যে ১২তম আদমশুমারি।