রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার হাসানুল হক ইনু ও পলক

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ জুন, ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর হাতিরঝিল থানার রমজান মিয়া হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে তাদেরকে আদালতে আনা হয়। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই পশ্চিম রামপুরার ওয়াপদা রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে ভুক্তভোগী রমজান মিয়া অংশ নেন। সেই মিছিল দমন করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব ও আওয়ামী লীগ নেতাকর্মীরা উপর্যুপরি গুলিবর্ষণ করে। সেদিন সকাল ১০টার দিকে বুকে গুলিবিদ্ধ হন তিনি।

পরে স্থানীয় বাসিন্দারা রমজানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী বেটার লাইফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তারা ঢাকা মেডিকেলে না নিয়ে মুগদা মেডিকেল কাছে হওয়ায় রিকশাযোগে সেখানে যাওয়ার পথে ওইদিন দুপুর ১২টার দিকে মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের বাবা মো. লিটন মিয়া গত ২১ আগস্ট রাজধানীর হাতিরঝিল থানায় হত্যা মামলা দায়ের করেন।