রাজধানীর উত্তরা থেকে বৈষম্যবিরোধী মামলার আসামি আওয়ামী লীগ নেতা ডা. খন্দকার রাহাত হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উত্তরা ১ নম্বর সেক্টরে তার নিজ বাসা থেকে রাহাতকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে রামপুরা থানায় মামলা রয়েছে।
ডিবি পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ডা. খন্দকার রাহাত হোসেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই এবং শেখ হাসিনাসহ শেখ পরিবারের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। খন্দকার রাহাত হোসেনের বিরুদ্ধে রামপুরা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে।
জানা গেছে, জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২২ জুলাই রামপুরা ব্রিজ ও পুলিশ সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছিল আন্দোলনরতরা। পরে সেখানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনরতদের ওপর হামলা করে। এতে অনেকে আহত হন। এদের মধ্যে জহিরুল ইসলাম নামে একব্যক্তি গুরুতর আহত হন। পরে ১১ ফেব্রুয়ারি তিনি রামপুরা থানায় মামলা করেন।
এদিকে রাহাত হোসেনের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক সম্পর্ক ছিল বলে জানা গেছে। তাদের এমন একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন ধরে ঘুরছিল।
অভিযানে অংশ নেওয়া ডিবি-উত্তরার এডিসি হেলালউদ্দিন ভূইয়া জানান, সরকারবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন আওয়ামী লীগের কট্টরপন্থি নেতা রাহাত হোসেন। তার বাড়ি বরিশালের কোতোয়ালি থানা এলাকায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।