1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমি আর বুবলী দুজনই নাইন্টিজ কিড : সিয়াম - NEWSTVBANGLA
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

আমি আর বুবলী দুজনই নাইন্টিজ কিড : সিয়াম

বিনোদন ডেস্ক :

আসছে ঈদে মুক্তি পেতে যাওয়া বেশ কয়েকটি ছবির মধ্যে দর্শকদের মনে আগ্রহের জায়গা করে নিয়েছে ‘জংলি’। ছবিটিতে ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। সদ্যই মুক্তি পেয়েছে ছবিটির নতুন গান ‘বন্ধুগো শোনো’। যেখানে জমে উঠেছে সিয়াম-বুবলীর রোম্যান্স।

তবে গানটির পেছনে হাত রয়েছে বেশ কিছু নামী শিল্পীর। ‘বন্ধুগো শোনো, তুমি ছাড়া আমি, আমি ছাড়া তুমি, মানে হয় না কোনো’- এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন নব্বই দশকের জনপ্রিয় সুরকার ও লেখক প্রিন্স মাহমুদ। বলা বাহুল্য, এই শিল্পী নব্বইয়ের দশক থেকে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন।
সম্প্রতি প্রিন্স মাহমুদসহ এ গানের সঙ্গে কাজ করা সকল শিল্পীদের ওপর কৃতজ্ঞতা প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দেন সিয়াম আহমেদ। নায়ক জানালেন, ‘বন্ধুগো শোনো’ গানটিতে থাকা সকলেই নব্বই দশক প্রজন্মের। এর ফলে গানটিতে একটি ‘নাইন্টিজ’ ভাইব আছে বলে মত তার।

সেই পোস্টে সহশিল্পী বুবলীকে নিয়ে শুরুতে বলেন, ‘আমি আর বুবলী দুজনই নাইন্টিজ কিড। আবার ‘জংলি’ সিনেমায় কাজ করা বেশিরভাগ মানুষই নাইন্টিজ কিড। নাইন্টিজের ওই সময়টা আমরা চাইলেও ভুলতে পারি না।’
সিয়াম লেখেন, ‘সে সময়ের সিনেমা, সে সময়ের গান, সে সময়ের সরলতা সবকিছু এখনো খুব আপন লাগে। সে সময়কে যিনি ধারণ করেন, সে সময়কে যিনি রিপ্রেজেন্ট করেন সেই প্রিন্স মাহমুদকে যখন আমরা আমাদের সিনেমার গানের জন্য পাই তখন আমরাই তাকে আবদার করি, নাইন্টিজের মতো সহজিয়া কথা ও সরল সুরের একটা ভালোবাসার গান আমরা করতে চাই। সেখান থেকেই প্রিন্স ভাই আমাদের উপহার দিলেন বন্ধুগো শোনো গানটি।’

গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। এদিকে ‘জংলি’ সিনেমার জন্য মোট চারটি গান তৈরি করেছেন প্রিন্স মাহমুদ। এটি প্রথম কোনো সিনেমা, যার সব গানের সুর তার করা। এর আগে প্রকাশিত হয়েছে ‘জংলি’ সিনেমার প্রথম গান ‘জনম জনম’। দ্বৈত এই গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট