রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমিনবাজারে ১৭৩৫ পুরিয়া হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার সাভারে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। এর আগে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমিনবাজার বড়দেশী পূর্বপাড়া তুরাগ নদীর পাড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আমিনবাজার বড়দেশী মধ্যপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে রাসেল (২৪) ও যশোর জেলার চৌগাছার স্বরূপদাও এলাকার মো. সোহাগ মিয়ার ছেলে জুয়েল (২৪)। জুয়েল আমিনবাজার বড়দেশী মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।

এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেয়া সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) হারুন অর রশিদ বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে ডিউটিরত অবস্থায় জানতে পারি কতিপয় মাদক কারবারি বড়দেশী পূর্বপাড়া তুরাগ নদীর পাড়ে খানবালুর গাদির সামনে রাস্তার উপর ভ্রাম্যমাণ অবস্থায় মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৭৩৫ পুরিয়া হেরোইনসহ দু’জনকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩ লাখ ৪৭ হাজার টাকা। তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।