সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘আমাকে লাথি মেরে বের করে সিনেমায় শাহিদ কাপুরকে নিল’

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ জুন, ২০২৫

‘অ্যানিমাল’ ছবির পর আবারও বলিউডের আলোচনায় ববি দেওল। দীর্ঘ সময় তিনি কোনও কাজ পাননি—অনেক ছবি হাত থেকে হারিয়েছেন, বহুবার পাকা কথা হওয়া সত্ত্বেও কাজ পাননি। 

এমনকি ‘জাব উই মেট’ ছবির সময়েও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাকে। শুধু সিনেমা হারিয়েছেন এমনও নয়, অভিনেতার কথায়- তাকে রীতিমতো লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ববি দেওল জানালেন, ‘জব উই মেট’ সিনেমার বীজ আসলে তার নিজস্ব উদ্যোগ থেকেই বোনা হয়েছিল।

অভিনেতা বলেন, “ইমতিয়াজ আলি তখন নতুন পরিচালক। আমি তার অসম্পূর্ণ একটা ছবি দেখেছিলাম, যা আমাকে মুগ্ধ করেছিল। তখনই বলেছিলাম, ‘তোমার ছবিটা এখনও পুরোটাই হয়নি, আমার সঙ্গে একটা নতুন ছবি করো, স্ক্রিপ্ট লেখো। তবে একটা পর্যায়ে আমাকে সিনেমা থেকে লাথি মেরে বের করে দেওয়া হল। যদিও কোথাও আমি এই প্রসঙ্গে কখনও কিছু বলতে চাইনি।’

এরপর ইমতিয়াজ আলি ‘জব উই মেট’-এর গল্প লিখতে শুরু করেন। ববি নিজেই প্রযোজক খুঁজতে শুরু করেন এবং প্রযোজক সংস্থার কাছে ছবির প্রস্তাব নিয়ে যান। প্রথমে তারা রাজি হননি।

পরে কারিনা কাপুরকে কাস্ট করার ইচ্ছে প্রকাশ করেন। কারিনা স্ক্রিপ্ট পছন্দ না করায় ববি প্রীতি জিনতাকে কাস্ট করার কথাও ভাবেন। কিন্তু সব চেষ্টার পরও যাদের নিয়ে ছবিটি হওয়ার কথা ছিল, তারা বাদ পড়ে যান। শেষ পর্যন্ত কারিনা কাপুর ও শাহিদ কাপুরকে নিয়ে ‘জব উই মেট’ তৈরি হয়।

ববি জানান, ‘আমি যেই প্রযোজকের কাছে ইমতিয়াজকে নিয়ে গিয়েছিলাম, সেই প্রযোজকই পরে ইমতিয়াজকে নিয়ে ছবিটা করল। আর আমাকে বঞ্চিত করে শাহিদ আর কারিনার সঙ্গে ছবি তৈরি করল।’