নওগাঁ প্রতিনিধি: আবারো নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বিপিএম।
গত মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে পুলিশ লাইন্স ড্রিলশেডে নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বিপিএম শ্রেষ্ঠ ওসি হিসেবে তাকে পুরস্কৃত করেন।
ওসি নূর-এ আলম সিদ্দিকী মান্দা থানায় যোগদানের পর থেকে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার, মাদক উদ্ধার, মামলার মূল রহস্য উদ্ঘাটন, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য তাকে পুরস্কৃত করা হয়।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বিপিএম বলেন, পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কর্মস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছি। এই পুরস্কার কাজের ক্ষেত্রে আমাকে আরো প্রেরণা যোগাবে।

রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি