মঙ্গলবার , ২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৭শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আফ্রিকার বিপক্ষে ম্যাচ জেতানো তোফায়েল কেমন আছেন এখন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ জুন, ২০২৫

আফ্রিকার বিপক্ষে ম্যাচ জেতানো তোফায়েল কেমন আছেন এখন
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে গেল মাসে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ ইমার্জিং দল। যেখানে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছিল বাংলাদেশ দল। রাজশাহীতে শেষ ওভারের রোমাঞ্চে সেদিন ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ দল। সেদিন বাংলাদেশকে জেতাতে বড় অবদান রাখেন পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ।

তবে ম্যাচ জেতানোর একদিন পরই শুনতে হয় দুঃসংবাদ। চোটের কারণে সিরিজের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারেননি তোফায়েল। মূলত প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের সময় বাঁম হাতে চোট পেয়েছিলেন তোফায়েল। পরে বিসিবির মেডিকেল বিভাগের পর্যবেক্ষণে ছিলেন তিনি।

এরপর কেটে গেছে বেশ কিছুদিন। বর্তমানে বেশ ভালো অবস্থানে রয়েছেন তোফায়েল। নিয়মিত করছেন স্কিল অনুশীলন। ব্যাট হাতেও করতে পারছেন অনুশীলন। নিজের শরীরের সবশেষ অবস্থা জানিয়েছেন ঢাকা পোস্টকে।
তোফায়েল বলছিলেন, ‘অবস্থা আগের থেকে ভালো। আশা করছি ঈদের পর ফিরতে পারব। এখন এক্স-রে করাতে হবে তারপর যদি সব ঠিকঠাক থাকে তাহলে আলহামদুলিল্লাহ। ঈদের পর ঢাকা যেয়ে এক্স-রে করাব। আমার কাছে মনে হচ্ছে বেশ ভালো। আমি যতদূর বুঝতেছি অনেক অনেক ভালো এখন।’

নিজের অবস্থা নিয়ে জানান, ‘এখন আমি ব্যাট গ্রিপ করতে পারতেছি, স্যাডো করতে পারছি। বর্তমানে স্কিল অনুশীলন করছি। আগামীকালও স্কিল নিয়ে কাজ করব। এরপর যদি মেডিকেল টিম মনে করে যে ফিট, তাহলে ক্যাম্পে যোগ দিব। ওনারা সবকিছু বুঝবে আর কি।’