দেশের স্বাস্থ্যখাতে গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানের দক্ষ গবেষক তৈরির লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) কাজ করছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে গবেষণা কার্যক্রমে নৈতিকতা, গুণগত মান ও অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী কাঠামো গড়ে তুলা হয়েছে, যার অন্যতম হচ্ছে ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড (আইআরবি)।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের গবেষণার তত্ত্বাবধানে কাজ করা আইআরবি নিয়মিতভাবে গবেষণা প্রকল্প অনুমোদন, ঝুঁকি মূল্যায়ন, নৈতিকতা যাচাই এবং গবেষণার মান নিশ্চিতকরণে ভূমিকা রাখছে।
সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ-ব্লক অডিটোরিয়ামে আইআরবির এক গুরুত্বপূর্ণ সভায় বক্তারা এসব তথ্য জানান।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আইআরবির সভাপতি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, আমাদের লক্ষ্য শুধু গবেষণা করা নয় বরং এমন গবেষণা তৈরি করা যেগুলো আন্তর্জাতিক জার্নালে স্থান পাবে এবং মানুষের স্বাস্থ্যসেবায় বাস্তব ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, গত এক বছরে বিশ্ববিদ্যালয় থেকে ৫০টিরও বেশি গবেষণা প্রকল্প অনুমোদন পেয়েছে, যেগুলোর অনেকগুলোই আন্তর্জাতিক মানের বলে স্বীকৃত হয়েছে।
এসময় অন্যান্য বক্তারা জানান, গবেষণার মানোন্নয়নে বিএমইউ ভবিষ্যতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে রয়েছে গবেষকদের গবেষণাধর্মী চিন্তা উন্নয়নে নিয়মিত রিসার্চ মেথডোলজি ও বায়োএথিক্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন, আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা কার্যক্রম চালু এবং সমঝোতা স্মারক স্বাক্ষর, গবেষণার জন্য আধুনিক ল্যাব ও তথ্যপ্রযুক্তি সুবিধা বৃদ্ধি এবং গবেষক ও শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান ও স্কলারশিপ চালু করা।
এছাড়া গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশে গবেষকদের প্রয়োজনীয় লেখালেখির সহায়তা ও ভাষাগত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে সভায় জানানো হয়।
সভায় আইআরবির সদস্য অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, অধ্যাপক ডা. তাবাসছুম পারভীন, অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, অধ্যাপক ডা. মওদুদল হক, সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন, ডা. ফারিহা হাসিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা চলমান গবেষণাগুলোর অগ্রগতি, চ্যালেঞ্জ এবং গবেষণা পরিবেশ আরও উন্নত করতে করণীয় নিয়ে আলোচনা করেন।
বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেল-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিএমইউ’র গবেষকদের ৩০টির বেশি গবেষণা প্রতিবেদন আন্তর্জাতিক মানসম্পন্ন মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, বিএমইউ’র গবেষণাভিত্তিক কর্মকাণ্ড দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বাংলাদেশকে বৈশ্বিক গবেষণা অঙ্গনে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে।