সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ জুন, ২০২৪

গ্রেপ্তার জঙ্গির নাম আরাফাত হোসেন (১৯)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত ১টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, ১টি মেমোরিকার্ড ও বিভিন্ন উগ্রবাদী লেখা সংবলিত ৩৮ পাতা স্ক্রিনশটের প্রিন্টেড কপি জব্দ করা হয়।

সোমবার (৩ মে) এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার কক্সবাজার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য ও সমর্থক। গ্রেপ্তার আরাফাত ও তার অন্যান্য সহযোগীরা ধর্মীয় অপব্যাখ্যাকে পুঁজি করে বাংলাদেশের সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে ‘আনসার আল ইসলাম’ এর কর্মকাণ্ডকে গতিশীল ও সংগঠিত করার চেষ্টা করে আসছিলেন। তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে উৎখাত করে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন ইলেক্ট্রনিক মাধ্যম ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ‘আনসার আল ইসলাম’ এর কথিত নেতা জসিম উদ্দিন রাহমানি ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন এর বক্তব্যসহ বিভিন্ন উগ্রবাদী কন্টেন্ট এর প্রচার-প্রচারণার মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডে সর্বসাধারণকে প্ররোচিত করে আসছিলেন।

গ্রেপ্তারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রোজ করা হয়েছে বলেও জানান তিনি।