সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আঙুর না কিশমিশ, কোনটা বেশি উপকারী

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

বাদামি না কালো, কোন রঙের কিশমিশ বেশি উপকারী। আঙুর না কিশমিশ, কোনটা বেশি উপকারী; এসব নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই।

মূলত বাদামি কিশমিশ তৈরি করতে বাদামি বা সবুজ আঙুর ব্যবহার করা হয় এবং একইভাবে কালো আঙুর থেকে কালো কিশমিশ প্রস্তুত করা হয়।

চিকিৎসকের মতে, আঙুর খাওয়াই বেশি ভালো। কিশমিশ খেলেও তা কম পরিমাণে খেতে হবে। খুব বেশি দুই থেকে পাঁচটি কিশমিশ খাওয়া উচিত।

এটি হজমশক্তির উন্নতি ঘটায়। তবে কিছু আঙুরে ভিটামিন সি-ও ফ্রুক্টোজের পরিমাণ বেশি থাকে। তাই কেউ যদি নিয়মিত আঙুর খান, তা বাদামি হোক বা কালো, সেটি থেকে তাদের লিভারের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।