রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আগামী সপ্তাহে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন ট্রাম্প

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠকে বসতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরআগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন তিনি।

স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ।

হোয়াইট হাউজের দুজন কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, তাদের বিশেষ দূত স্টিভ উইটকোফের সঙ্গে সরাসরি বৈঠকের পর পুতিন ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন।

এরপর ট্রাম্পের কর্মকর্তারা সঙ্গে সঙ্গে বৈঠক আয়োজনের প্রস্তুতি শুরু করেন। যেখানে প্রেসিডেন্টের সফর ও এমন দুজন নেতার বৈঠকের প্রস্তুতি নিতে সাধারণত সময় লাগে, কিন্তু ট্রাম্প তার কর্মকর্তাদের দ্রুত সব কাজ সম্পন্ন করতে বলেছেন।

হোয়াইট হাউজের এ দুজন কর্মকর্তা বলেছেন, আগামী সপ্তাহ বা এর পরের সপ্তাহে ট্রাম্প-পুতিন বৈঠক হতে পারে। বৈঠকটি কোথায় হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু একাধিক (স্থান) বিবেচনা করা হচ্ছে।

ট্রাম্প ইতিমধ্যে ইউরোপীয় দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তাদের জানিয়েছেন, তিনি জেলেনস্কি ও পুতিনের সঙ্গে বৈঠক করতে চান। ইউরোপের নেতারাও বিষয়টি নিশ্চিত করেছেন।

হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভেট এক বিবৃতিতে বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগ্রহ দেখিয়েছে রুশরা। প্রেসিডেন্ট ট্রাম্প পুতিন এবং জেলেনস্কি উভয়ের সঙ্গেই বৈঠকে রাজি আছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এই নির্মম যুদ্ধের সমাপ্তি চান।”

সূত্র: সিএনএন