রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আইপিএলের সেরা দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক রোহিত শর্মার !

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

আগামী ২৩ মার্চ শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন আসর। প্রতিযোগিতা সামনে রেখে ইতিহাসের সেরা দল বেছে নেওয়া হলো। ঘোষিত দলে জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। টুর্নামেন্টের সর্বজনীন দলটার নেতৃত্বে থাকছেন মহেন্দ্র সিং ধোনি। অথচ এই দলে জায়গা হয়নি প্রতিযোগিতার অন্যতম সেরা আরেক অধিনায়ক রোহিত শর্মার!
আইপিএলের সেরা দলে জায়গা হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অধিনায়ক রোহিত শর্মার
সাবেক ক্রিকেটার ও ৭০জন সাংবাদিকদের ভোটে নির্বাচন করা হয়েছে এই দল।

১৫ জনের এই দলে সাতজন বিদেশি ক্রিকেটার। আটজন ভারতের। তবে যথারীতি নিয়ম অনুসারে একাদশে চারজনের বেশি বিদেশি খেলোয়াড় রাখা যাবে না। এই দলের উদ্বোধনী জুটির জন্য বেছে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ভারতের বিরাট কোহলিকে।

তিনে ব্যাটিংয়ে নামবেন টি-টোয়েন্টির রাজা খ্যাত ক্রিস গেইল। মিডল অর্ডারে রাখা হয়েছে সুরেশ রায়না, এবি ডি ভিলিয়ার্স ও সূর্যকুমার যাদবকে। এরপরই ব্যাটিংয়ে নামবেন ধোনি। অনুমিতভাবেই এই দলে জায়গা পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এ ছাড়া অলরাউন্ডার আছেন আরও কয়েকজন।

প্রত্যাশিতভাবে আইপিএলের সার্বজনিন দলে রাখা হয়েছে রবিন্দ্র জাদেজা ও কাইরন পোলার্ডকে। স্পিনারদের মধ্যে জায়গা পেয়েছেন আফগানিস্তানের রশিদ খান, ভারতের যুভেন্দ্র চাহাল ও ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারাইন। পেস আক্রমণের জন্য নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা এবং ভারতের জাস্প্রিত বুমরাহ। ২০০৮ সাল থেকে এই পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়ন করে এই দল গঠন করা হয়েছে।

টুর্নামেন্টের সার্বজনিন দল গঠন করেছেন ওয়াসিম আকরাম, ম্যাথু হেডেন, টম মুডি, ডেল স্টেইনসহ সাবেক বেশ কয়েকজন ক্রিকেটার ও ক্রীড়া সাংবাদিকেরা মিলে। আগামী ২০ ফেব্রুয়ারি আইপিএলের প্রথম নিলামের ১৬ বছর পূরণ হবে। সেই উপলক্ষ্যে সেরা দলটি বানানো হয়েছে। যদিও অধিনায়ক হিসেবে পাঁচবার ট্রফি জেতা রোহিত দলে না থাকায় ইতোমধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

আইপিএলের সার্বজনিন দল: ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, ক্রিস গেইল, সুরেশ রায়না, এবি ডি ভিলিয়ার্স, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, কাইরন পোলার্ড, রশিদ খান, যুভেন্দ্র চাহাল, সুনিল নারাইন, লাসিথ মালিঙ্গার ও জাস্প্রিত বুমরাহ।