সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অস্ত্রোপচারের পর কেমন আছেন দীপিকা?

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ জুন, ২০২৫

দীর্ঘ ১৪ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর অবশেষে ক্যামেরার সামনে এলেন ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে একটি ভ্লগে এসে নিজের বর্তমান স্বাস্থ্যের খুঁটিনাটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। 

এই প্রথম প্রকাশ্যে নিজের অসুস্থতা নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েন এই অভিনেত্রী। ভ্লগে দীপিকা বলেন, ‘এই সময়টায় এটুকুই বলব আপনারা প্রত্যেকে আমার জন্য অনেক প্রার্থনা করেছেন তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।’

তার কথায়, ‘হাসপাতালেও সকলে ভীষণভাবে আমার আরোগ্য কামনা করে প্রার্থনা করেছেন। এমনকি অন্যান্য রোগীরাও আমার জন্য প্রার্থনা করেছেন। আমি এখন অনেকটাই ভালো আছি। একটু একটু করে সেরে উঠছি।’

গত মে মাসে প্রথমবার দীপিকার অসুস্থতার খবর সামনে আসে। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন তিনি লিভার ক্যানসারে আক্রান্ত। তার স্বামী শোয়েব ইব্রাহিম সেই সময় ভ্লগে বলেন, ‘দীপিকা ভালো নেই। আমার মনে হয় পেটে কোনো সমস্যা হয়েছে।’

শেষে বলেন, ‘যখন আমি চণ্ডীগড়ে ছিলাম তখন ওর পেটে ব্যথা শুরু হয়। আমরা ভেবেছিলাম হয়তো অম্বলজনিত সমস্যা। কিন্তু ব্যথা কিছুতেই যখন কমছে না তখন পারিবারিক চিকিৎসকের কাছে যান দীপিকা।’