রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অভিনেতা ধীরজ কুমার মারা গেছেন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ভারতীয় প্রখ্যাত প্রযোজক ও অভিনেতা ধীরজ কুমার মারা গেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন ধীরজ কুমার। সোমবার তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ভারতীয় বিনোদন জগতে ধীরজ কুমার এক উল্লেখযোগ্য নাম। ১৯৬৫ সালে তার বিনোদন দুনিয়ায় পদার্পণ। কর্মজীবনের শুরুতে একটি ট্যালেন্ট কন্টেস্টে তিনি সুভাষ ঘাই ও রাজেশ খান্নার মতো তারকাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নজর কাড়েন।

২১টিরও বেশি পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় করেছেন। টেলিভিশনেও তার অবদান অনস্বীকার্য। তার প্রযোজনা সংস্থা ‘ক্রিয়েটিভ আই’ এর ব্যানারে তিনি কিছু জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন।

অভিনয়ের পাশাপাশি তিনি ‘স্বামী’ এবং ‘ক্যায়া কারু সজনী আয়ে না বলম’ এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করেছেন। সম্প্রতি তাকে মুম্বাইয়ের একটি মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাসিমুখে দেখা গিয়েছিল। সেখানে তিনি মঞ্চে উঠে বক্তব্যও রেখেছিলেন।