সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অবৈধ গ্যাস সংযোগে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমডি

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ মার্চ, ২০২৩

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  অবৈধ গ্যাস সংযোগে জড়িত থাকলে তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লা। রোববার (০৫ মার্চ) দুপুরে সাভারের রেডিও কলোনী বাসস্ট্যান্ড সংলগ্ন ওয়াইএমসিএ ভবনে অংশীজনদের সাথে গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ ও স্বল্পচাপ সমস্যা হতে উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মো. হারুনুর রশীদ মোল্লা বলেন, তিতাস গ্যাসের বকেয়া ছয় হাজার কোটি টাকা। এতে আমরা উদ্বিগ্ন। যেসব এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বন্ধ হচ্ছে না সেসব এলাকায় প্রয়োজনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এ ছাড়া অবৈধ গ্যাস সংযোগের কারণে বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গেছে বলে তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি আরও বলেন, আমার যদি গ্যাস চুরি হতে থাকে, আর আমি চেয়ে চেয়ে দেখব তা হবে না।

মতবিনিময়সভায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভূঁইয়াসহ শিল্প-কারখানার মালিক, কর্মকর্তাসহ স্থানীয় বাণিজ্যিক গ্রাহকরা।

এর আগে, তিতাস গ্যাসের বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। পরে তিতাস এমডি এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে বলে জানান।