রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অবৈধভাবে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য অন্যের পাসপোর্ট বহন আটক ২

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩

রাজধানীতে অবৈধভাবে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য অন্যের পাসপোর্ট নিজ দখলে রাখার অভিযোগে দুইজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ।

আটককৃতরা হলো মেহেদী হাসান ও স্বপন কুমার। আটকের সময় তাদের হেফাজত হতে ৭টি চীনা পাসপোর্ট, ৮৯ পাতা পাসপোর্ট ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাগজপত্র।

শনিবার (৪ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মানিকদী এলাকায় অভিযান চালিয়ে কাদেরকে আটক করে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম পিপিএম-বার বলেন, দুইজন ব্যক্তি ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মানিকদী এলাকায় অবৈধভাবে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য অন্যের পাসপোর্ট বহন করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭টি চীনা পাসপোর্ট, ৮৯ পাতা পাসপোর্ট ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাগজপত্রসহ মেহেদী ও স্বপনকে আটক করা হয়।

তিনি আরো বলেন, আটককৃতরা অবৈধভাবে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য অন্যের পাসপোর্ট নিজ দখলে রাখা ও পাসপোর্ট সম্পর্কিত কাগজপত্রের ব্যাপারে কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই।

আটককৃতদের ক্যান্টনমেন্ট থানার রুজুকৃত মামলায় আদালতে পাঠানো হয়েছে।