সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে আটক ১২

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় ১২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ৪৩ বিজিবির রামগড় ব্যাটালিয়নের আওতাধীন নলুয়াটিলা বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিজিবি বিষয়টি নিশ্চিত করে।

আটককৃতরা হলেন- গোপি নাথ (৫৭), তার স্ত্রী রুপালী রানী নাথ (৪৩), তাদের ছেলে কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), তার ছেলে শ্রী দীব্বকৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্নব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনির ঊর্ধ্ব দে (৪)। আটক সবাই চট্টগ্রামের ফটিকছড়ি ও মহেশখালীর বাসিন্দা।

জানা যায়, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়নের নলুয়াটিলা বিওপির নায়েক সুবেদার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় সনাতনধর্মী ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতদের নিকটস্থ ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

বিজিবির রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যে কোনো ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত রয়েছে।