রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অবশেষে মিরপুরে চালু হলো অনার্স বোর্ড

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশ দল প্রথমবারের মতো আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট খেলতে নেমেছিল। তার আগে সেই বছরের জুনের ২৬ তারিখ টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ দল। সময়ের পরিক্রমায় আজ পূর্ণ হয়েছে ২৫ বছর।

টেস্ট ক্রিকেটের রজতজয়ন্তী উপলক্ষ্যে বিসিবি আয়োজন করেছিল এক বিশেষ অনুষ্ঠানের। এদিনই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টেস্টে ক্রিকেটের অনার্স বোর্ড চালু করেছে বিসিবি। যেখানে ২০০০ সাল থেকে এখন পর্যন্ত খেলা প্রত্যেক টেস্ট ক্রিকেটাদের নাম রয়েছে।

আকরাম খান থেকে শুরু করে হাবিবুল বাশার সুমন, মাশরাফি মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসানরা রয়েছেন অনার্স বোর্ডে। এ ছাড়া রয়েছেন বর্তমান সময়ের নাঈম হাসান, নাহিদ রানারাও। কোন মাঠে অভিষেক সেটার পাশাপাশি রয়েছে টেস্ট ক্যাপের নাম্বার এবং বছরও।

অনার্স বোর্ড আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতিসহ সাবেক খেলোয়াড় এবং বিসিবির অন্যান্য পরিচালকবৃন্দ।