সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অবশেষে মিঠুনপুত্রের বিয়েটা হলো

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ জুলাই, ২০১৮

১১ জুলাই, ২০১৮ ইং

অবশেষে মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় অরফে মিমোর বিয়েটা হলো। মঙ্গলবার দীর্ঘ দিনের বান্ধবী মাদালসা শর্মার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এসেছে তাদের বিয়ের ছবি।
বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল চলতি বছরের ৭ জুলাই বিয়ে করবেন মিমো। সবকিছু এগোচ্ছিলো ঠিকঠাকই। কিন্তু তার আগেই বড়সড় বিতর্কের মুখে পড়েন মিঠুনের বড় ছেলে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে দিল্লির রোহিণী আদালতে মিমোর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়। প্রকাশিত খবর অনুযায়ী, আদালতের নির্দেশেই এফআইআর দায়ের হয়েছিল। যদিও এ বিষয়ে মিঠুন চক্রবর্তী ও তাঁর পরিবারের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। শোনা গিয়েছিল, বিয়ে বাতিল হয়ে গিয়েছিল মহাক্ষয়ের।
তবে এখন দেখা যাচ্ছে, সেদিন মোটেও বিয়ে বাতিল হয়নি। রেজিস্ট্রি হয়ে গিয়েছিল। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানও পালন হয়েছে। শুধু অতিথি তালিকা ছোট করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।