সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অন্তঃসত্ত্বা কিয়ারাকে অমূল্য উপহার পাঠালেন রাম চরণের বউ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ জুন, ২০২৫

শিগগিরই প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি। মা হতে যাওয়া কিয়ারাকে ইতোমধ্যেই অভিনন্দনে ভরিয়ে দিচ্ছেন তার শুভানুধ্যায়ীরা। তারকারাও বাদ যাচ্ছেন না এই তালিকা থেকে। এবার দক্ষিণী সুপারস্টার রাম চরণের স্ত্রী উপাসনা কনিডেলাও পাঠালেন কিয়ারার জন্য একটি অমূল্য উপহার।

গর্ভবতী কিয়ারার জন্য নিজ হাতে তৈরি টক আমের আচার পাঠিয়েছেন উপাসনা। এই ভালোবাসার উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিয়ারা।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘ধন্যবাদ আমার প্রিয় উপাসনা ও রাম চরণকে।’ ছবিতে দেখা গেছে, কাঁচের একটি জারে সাজানো বাড়িতে তৈরি সেই আচার।

রাম চরণ ও কিয়ারা একসঙ্গে কাজ করেছেন আসন্ন সিনেমা ‘গেম চেঞ্জার’-এ। শুটিং চলাকালীন সময়ে কিয়ারার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে রাম চরণের স্ত্রী উপাসনার। সেই বন্ধুত্বের টানেই এমন আন্তরিক উপহার পাঠালেন তিনি। উল্লেখ্য, ২০২৩ সালে মা হয়েছেন উপাসনাও।

এদিকে, কিয়ারা আদবানি অভিনীত ‘ওয়ার ২’ সিনেমাটি মুক্তির অপেক্ষায়। এতে তাঁর বিপরীতে আছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এবং যশরাজ ফিল্মস প্রযোজিত এ ছবির শুটিং শেষ করেছেন কিয়ারা গর্ভাবস্থার আগেই।

ছবিটির টিজার ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে, যেখানে কিয়ারার বিকিনি লুক ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। আগামী ১৫ আগস্ট ‘ওয়ার ২’ মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে।