শুক্রবার , ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

অনড় ইশরাক সমর্থকেরা ‘আমাদের নেতাকে শপথ পড়াব, আসিফ-মাহফুজকে পদত্যাগ করাব’

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে অনড় ইশরাকে সমর্থকরা। কাকরাইল মোড়ে স্লোগানে-স্লোগানে দুই উপদেষ্টার পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রাজধানীর কাকরাইল মোড়, মৎস্য ভবন মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে ‘অবস্থান কর্মসূচি’ চালিয়ে যাচ্ছেন। এ সময় ইশরাকের সমর্থকরা স্থানীয় সরকার উপদেষ্টা ও তথ্য উপদেষ্টার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন।

উপস্থিত একজন বলেন, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়াতে হবে। শপথ না পড়ালে কাকরাইল মোড় ছাড়ব না।

‘যমুনারে যমুনা, শপথ ছাড়া যাব না’ স্লোগানে উত্তাল কাকরাইল

এর আগে বুধবার সকাল থেকে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কাকরাইলে অবস্থান নেন তার সমর্থকরা। তারা সারারাত সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

আজ (বৃহস্পতিবার) দুপুরে সরেজমিনে দেখা যায়, বিএনপি নেতাকর্মীরা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে দুই উপদেষ্টার পদত্যাগও দাবি করছেন তারা।

যমুনারে যমুনা আমরা কিন্তু যাব না, এই মাত্র খবর এলো ইশরাক ভাই মেয়র হলো, এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার, দফা এক দাবি এক নির্বাচিত সরকার, যমুনারে যমুনা শপথ ছাড়া যাব না— বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

আন্দোলনকারীরা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে। তাদের পদত্যাগ করানো না হলে আন্দোলন শেষ হবে না। আমাদের নেতাকে আগে শপথ পড়াব, মাহফুজ ও আসিফের পদত্যাগ করাব।