1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অধ্যাপক রফিকুল ইসলাম জাতীয় অধ্যাপক নিযুক্ত হওয়ায় ইউল্যাবের ‘গৌরব সন্ধ্যা’ - NEWSTVBANGLA
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন

অধ্যাপক রফিকুল ইসলাম জাতীয় অধ্যাপক নিযুক্ত হওয়ায় ইউল্যাবের ‘গৌরব সন্ধ্যা’

প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০১৮ইং

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অ্যামিরেটাস অধ্যাপক, সাবেক উপাচার্য দেশ বরেণ্য শিক্ষাবিদ রফিকুল ইসলামকে সরকার জাতীয় অধ্যাপক হিসেবে নিযুক্ত করেছেন যা ইউল্যাবের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বলে মনে করছে ইউনিভার্সিটিটি।

ইউল্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাঁর এই অর্জনকে সম্মান জানাতে ইউল্যাব অত্যন্ত জাঁকজমকভাবে ও উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার ইউল্যাব মিলনায়তন, ধানমন্ডিতে এক গৌরব সন্ধ্যা আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট কাজী শাহেদ আহমেদ।

তিনি ইউল্যাবের এই অগ্রযাত্রায় জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের অবদানের কথা স্বীকার করেন এবং জাতীয় অধ্যাপক নিযুক্ত হওয়ায় ইউল্যাবের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানান। জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম অনুষ্ঠানে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন ও এরকম মনোমুগ্ধকর আয়োজনের জন্য ইউল্যাব কতৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইউল্যাবের পক্ষ থেকে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাজী নাবিল আহমেদ, এমপি।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ।

আরও বক্তব্য রাখেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান।

ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আমিনা আহমেদ, কাজী ইনাম আহমেদ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

ইউল্যাব এর উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হকের ধন্যাবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট