১৬ কেজি গাঁজাসহ তিনজন আটক পুলিশ

ঢাকার শাহবাগ এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। আটক কৃতরা হলো মোঃ সোহাগ, মোঃ রবিউল ও সালাউদ্দিন ওরফে জালাল।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম নিউজ টিভি বাংলা কে জানান, ২ আগস্ট ২০২১ সোমবার বিকাল সাড়ে পাঁচটায় শাহবাগের আনন্দ বাজার সেক্রেটারিয়েট রোড থেকে ১৬ কেজি গাঁজাসহ সোহাগ, রবিউল ও সালাউদ্দিন কে আটক করা হয়।
শাহবাগ থানায় রুজুকৃত মামলায় আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।