বেশ কিছুদিন ধরেই ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার হামজা চৌধুরির বাংলাদেশ দলে খেলা নিয়ে আলোচনা চলছে। হামজা গত পরশু (বুধবার) ইংল্যান্ডের লন্ডন দূতাবাসে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদনও করেছেন। এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের লাল-সবুজ জার্সিতে খেলার বিষয়টি যখন কিছুটা এগিয়েছে, ঠিক তখনই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বেফাঁস মন্তব্য তৈরি করেছে নতুন সংকট।
গতকাল (বৃহস্পতিবার) কিংস অ্যারেনায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে গিয়েছিলেন বাফুফে সভাপতি। ম্যাচের পর ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বাফুফে সভাপতির প্রতিক্রিয়া জানতে চান। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ ছাড়াও সেখানে ওঠে আসে হামজা চৌধুরির প্রসঙ্গ। জবাবে বাফুফে সভাপতি বলেন, ‘হামজা চৌধুরি যদি খেলতে চায়, অবশ্যই স্বাগতম। যা চায় তাই দেবো। কিন্তু সে কখনও আমাকে বলেনি, খেলতে চায়। এটা মিডিয়ার মিথ (ছড়ানো)। সে আমাকে বলুক খেলতে চায়, কি করতে হয় করে দেবো সাত দিনে।’
হামজাকে নিয়ে সালাউদ্দিনের বেফাঁস মন্তব্য, বিপাকে বাফুফে