সাভারে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন, হাজি মাসুদ হাবীব

নিজস্ব প্রতিবেদক: সাভার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব আব্দুল গনির পক্ষ্যে প্রচারনা চালিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হাজি মাসুদ হাবীব।
বিকেল সাভার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে শতাধিক নেতা-কর্মী নিয়ে দলীয় নৌকা প্রতীকের প্রার্থীর প্রচারনায় অংশ নেন তিনি।
এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকা প্রতীকে সাধারন ভোটারদের কাছে মাঝে হ্যান্ডবিল বিতরন করে ভোট প্রার্থনা করেন।
হ্যান্ড বিল বিতরন শেষে সংক্ষিপ্ত সমাবেশে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে ভোটারদের প্রতি চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সফিউল্লাহ সুজন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, আব্দুল বারেক মোল্ল্যাসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।
