সাভারে গ্রেপ্তার জামায়াত-শিবিরের ৬৬ নেতাকর্মীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর

post top

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  সাভারের একটি হাউজিংয়ের নির্জন স্থান থেকে গোপন মিটিংয়ের সময় গ্রেপ্তার ৬৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীর ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৯ নভেম্বর) রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা। এর আগে, ৭ দিনের রিমান্ড চেয়ে আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হলে বিকেলে শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।

প্রাথমিকভাবে গ্রেপ্তারদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে। তদন্ত শেষে তাদের নাম পরিচয় প্রকাশ করা হবে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতরে গোপন রুকন মিটিং করছিলেন। তারা দেশের বিভিন্ন স্থান থেকে ওই হাউজিং সোসাইটিতে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাজা ককটেল, ভর্তি ফরমসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পরে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান বাদী হয়ে পুলিশি কাজে বাধা ও সন্ত্রাস বিরোধী আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। আজ দুপুরে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে এক মামলায় ১ দিন ও অপর মামলায় ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ঢাকা জেলা কোর্ট পুলিশের পরিদর্শক মতিউর রহমান বলেন, দুপুরে আসামিদের আদালতে পাঠানো হলে বিকেলে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোজাহিদুল ইসলামের আদালতে তোলা হয়। শুনানি শেষে তাদের প্রত্যেকের দুই মামলায় তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

print

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *