সাভারে করোনায় সেন্ট যোসেফ স্কুলের প্রধান শিক্ষকের মৃত্যু

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট: ঢাকার সাভারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সেন্ট যোসেফ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নয়ন রোজারিও (৫০)। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী জানায়, সাভারের রাজাশন এলাকায় নিজ বাড়িতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন সেন্ট যোসেফ হাই স্কুল এন্ড কলেজের প্রধান নয়ন রোজারিও। পরে তাকে চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যুর বিষয়টি নিশিচত করেছেন সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডএর কাউন্সিলর সেলিম মিয়া।
নিউজটি শেয়ার করুন।
