সাভারেমাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক

সাভারে মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সকালে সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ বলছে,সকালে ভাটপাড়া এলাকায় প্রকাশ্যে রাসেল ও আলামিন আট’শ গ্রাম হিরোইন বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করেন সাভার মডেল থানার এস আই ওবায়দুল।
এসময় মাদক বিক্রির সময় হাতে নাতে তাদের দু’জনকে আটক করে পুলিশ। পরে সকালে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।