সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেলেন মোঃ দিদারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও রমজানে আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলার বীর ফাউন্ডেশন নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল ৫ টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটি সংলগ্ন
রয়েল ইন ঢাকা রেস্টুরেন্টে এই আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলার বীর ফাউন্ডেশনের উপদেষ্টা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড.শেখ মহ: রেজাউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ধর্ম ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।

বাংলার বীর ফাউন্ডেশন ও সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ মজিবুর রহমান হাওলাদার, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব রেদওয়ান খান বোরহান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পানি বিভাগের সাবেক চেয়ারম্যান বরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক ড. জিন বোধি ভিক্ষু উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হলে অভ্যর্থনা জানিয়ে অনুষ্ঠান স্থলে নিয়ে যান বাংলার বীর ফাউন্ডেশন ও সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইসরামুল হক মিলন।
প্রতিষ্ঠাতা মোঃ মাসুদ রানার সঞ্চালনায় সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে দৈনিক বর্তমান কথা পত্রিকার উপ-সম্পাদক সাংবাদিক নেতা মোঃ দিদারুল ইসলাম সবাইকে স্বাগত জানান এবং ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করায় অভ্যাগত অতিথিবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

শুভেচ্ছা বক্তব্যের পর বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিগণ রাষ্ট্রের কল্যাণে বিশেষ অবদান রাখায় বেসরকারি প্রতিষ্ঠান বাংলার বীর ফাউন্ডেশন তাদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করেন।
এ সময় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় দৈনিক বর্তমান কথা পত্রিকার উপ-সম্পাদক সাংবাদিক নেতা মোঃ দিদারুল ইসলাম কে ক্রেস্ট তুলে দেন ধর্ম ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। ইফতার এর পূর্ব মুহূর্তে মোনাজাতে বাংলার বীর ফাউন্ডেশন ও সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনসহ সারা দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

দোয়া পরিচালনা করেন ধর্মীয় একজন মাওলানা। মোনাজাতে জাতির পিতাসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তার পরিবারের সকল শহীদ, সাংবাদিকতায় পেশাগত কাজে আত্মবিসর্জন দেয়া সাংবাদিকসহ সকল শহীদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এ সময় আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ফাউন্ডেশন এর প্রায় ২০০ জন সদস্য অংশগ্রহণ করেন।