শ্রীপুরে কৃষকের বাড়ির গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরি

মোঃ মাসুম বিল্লাহ বিশেষ প্রতিনিধি ইকবাল হোসেনঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের কৃষক ইকবালের বাড়ির গোয়াল ঘরের তালা কেটে একটি ষাড়, একটি গাভী ও দুইটি বকনা গরু চুরি করে নিয়ে গেছে চুরের দলেরা।
চারটি গরুর মূল্য সাড়ে তিন লক্ষ টাকা। ক্ষতিগ্রস্ত গরুর মালিক কৃষক ইকবাল চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। গরুর মালিক বলেন,(২৯ এপ্রিল) বৃহস্পতিবার রাত বারোটার দিকে আমার ছেলে আশির গরুকে খাদ্য দিয়ে গোয়াল ঘরে তালা লাগিয়ে ঘুমাতে যায়। পরে সাহরি খাওয়ার জন্য রাত তিনটা আটাশ মিনিটের সময় ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের তালা খোলা।
এনিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গরুর মালিক। শ্রীপুর থানার (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, গরু চোরদের ধরতে অভিযান চলছে।