শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে উত্তর রনি খাই আওয়ামী লীগের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক: সিলেট কোম্পানীগঞ্জ উপজেলাধীন ৫ নং উত্তর রনি খাই ইউনিয়ন আওয়ামী লীগের উদ্বেগে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেলে বিজয় পারুয়া চেয়ারম্যান বাড়ি উঠানে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসের উত্তর রনি খাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
৫নং উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সভাপতি সিদ্দিক আলীর সভাপতিত্বে এসময় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৫ নং উত্তর রনি খাই ইউনিয়ন পরিষদের সুযোগ্য জনবান্ধব চেয়ারম্যান মোঃ ফয়জুর রহমান মাষ্টার।
এসময় অন্যান্য বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল আলম, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আব্দুল খালেক, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, শ্রমিকলীগের সভাপতি আতাউর রহমান মেম্বার, কৃষক লীগের সভাপতি আবদুর নূর, সাধারণ সম্পাদক বাবুল মিয়াসহ ৫ নং উত্তর রনিখা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সর্বস্তরে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।