রাজধানীর থেকে অস্ত্র ও মাদকসহ একজনকে আটক করেন পুলিশ

আদাবর থানা এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ একজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর আদাবর থানা পুলিশ।
্আটক তের নাম মোঃ বিল্লাল।
এসময় তার হেফাজত হতে ১টি ধারালো ছোরা ও ৬০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
সোমবার (২ আগস্ট) বেলা ২:১০ টায় আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকা হতে তাকে আটক করা হয়।
আদাবব থানার অফিসার ইনচার্জ কাজী শাহিদুজ্জামা নিউজ টিভি বাংলা কে বলেন, কতিপয় দুষ্কৃতিকারী ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় সমবেত হয়েছে মর্মে তথ্য পায় থানার টহল পুলিশ।
এমন সংবাদের প্রেক্ষিতে উক্ত স্থান হতে বিল্লালকে আটক করা হয়। তার দেহ তল্লাশী করে অস্ত্র ও হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে আদাবর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু হয়েছে।
আজ মঙ্গলবার আটককৃত বিল্লালকে বিজ্ঞ বাদ রার জন্য আদালতে প্রেরণ করা হয়েছ।