ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মালদ্বীপে অবস্থানরত প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমেছে এসেছে। এ অবস্থায় স্থগিত করা হয়েছে বাংলাদেশ দূতাবাস আয়োজিত জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মরণে আয়োজিত রেমিট্যান্স যোদ্ধা দিবসের কর্মসূচি।
এদিকে, যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। পাশাপাশি শোক সন্ত্রস্ত পরিবারগুলোর প্রতি সহানুভূতিও জানান তিনি। হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোকের দিন মিশনে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা।
অন্যদিকে দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করে বিএনপি মালদ্বীপ শাখা। এতে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।
এ দুর্ঘটনার খবরে মালদ্বীপে অবস্থানরত বিভিন্ন দেশের অধিবাসীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসীদের দাবি, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।