মান্দায় রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন নব-নির্বাচিত এমপি
মাহবুবুজ্জামান
নওগাঁর মান্দায় রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারী) বেলা ১২ টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন ৪৯- নওগাঁ ৪ (মান্দা) আসনের নব-নির্বাচিত সতন্ত্র এমপি, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম ব্রহানী সুলতান মামুদ (গামা) ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, মান্দা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নূর আলম সিদ্দিক, উপজেলা প্রকৌশলীর কার্য সহকারী আব্দুর রশিদ এবং মিরাজুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য,মৈনম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পাগলার মোড় হতে লাড়ুর মোড় পর্যন্ত মোট ৫০০ মিটার রাস্তা পাকাকরণ কাজ বাস্তবায়নে মোট ব্যয় হবে ৫৬ লক্ষ টাকা।