বাগেরহাটে বাংলাদেশ মাতুয়া মহাসচিবকে সর্বধনা

মেজবাহ ফাহাদ( বাগেরহাট প্রতিনিধি)
বাংলাদেশ মতুয়া মহাসংঘের নব নির্বাাচিত মহাসচিব শ্রী সাগর সাধু ঠাকুরকে সংবর্ধনা দিয়েছে মতুয়া ভক্তবৃন্দ। মোরেলগঞ্জ শ্রী শ্রী সার্বজনীন হরিসভা মন্দির, হরিগুরুচাঁদ মতুয়া মন্দির ও লক্ষীখালীতে গোপালচাঁদ যুবসংঘ ও জিউধরা ইউনিয়নবাসী পৃথক পৃথক সংবর্ধণার আয়োজন করে।
বুধবার বিকেলে সার্বজনীন হরিসভা মন্দির, হরিগুরুচাঁদ মতুয়া মন্দির কমিটির আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীধাম লক্ষীখালীর বর্তমান গদিনশীন বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসচিব মতুয়াচার্য শ্রী সাগর সাধু ঠাকুর। সংবর্ধনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিউধারা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. রতন কুমার সাহা, মতুয়া সহা সংঘের আন্তঃ উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন হালদার, হরিগুরুচাঁদ মতুয়া মন্দিরের সভাপতি রবিন্দ্রনাথ হালদার, অধ্যাপক সুষেন কুমার তালুকাদার সহ বিভিন্ন ভক্তবৃন্দ।
অপরদিকে গোপালচাঁদ যুবসংঘ ও জিউধরা ইউনিয়নবাসীর আয়োজনে নবনিযুক্ত মহাসচিবকে অভিনন্দন ও সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতুয়াচার্য জেলা পরিষদ সদস্য অতিন্দ্রনাথ হালদার, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান হাওলাদার সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ ও মতুয়া ভক্তবৃন্দ।
