বনপোড়া দুঃখ কাঁদে খাতুনে জান্নাত

লেখক কবি খাতুনে জান্নাত প্রতিবেদক দিদারুল ইসলাম : বনপুড়ে ছাই হয়ে যায়
ভেঙে যায় প্রাণের জীবন সংসার
প্রকৃতির কোথাও লুকিয়ে ছিল ক্রোধ
কোথাও ক্ষেপে যায় আগুনের রাজ
দাবানলে জ্বলে যায় সকল সুন্দর।
প্রাণীদেরও স্বপ্ন থাকে, প্রেম
থাকে ঘুম-
প্রজনন-জাগরণ
জীবন সাজাবার তাড়া
মাতার উদরে-কোলে শিশু
স্নেহের আদরে খায় দোল
মমতার কায়া…
ভেসে যায় দাবানলের ক্রুরতায়
কালে কালে প্রজন্মের টেনে আনা বিবর্তন!
কোথাও কাঁদছে একা বনরক্ষক
বনের ঈশ্বর ছিল ঘুমে
পুঞ্জীভূত সরঞ্জামকে দেখিয়ে ভেলকী
সকল আধুনিকীকরণ হটিয়ে
পুড়ে যায় জ্বলে যায় প্রাণ…
অবাক তাকিয়ে দেখছে বিশ্ব
অভিযোগ কারো নেই
নেই ঘৃণা কারো প্রতি
শুধু জমাট দুঃখ, বেদনা, দহন
শুধু ঝরায় অশ্রুজল..