খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফজাল হোসেন মঙ্গলবার দিবাগত রাত দশটায় তার নিজ বাড়ি বিরাট গ্রামে মৃত্যু বরন করেন। ইন্নালিল্লাহি অয়াইন্না ইলাইহির রাজিউন– মৃত্যু কালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছরের উর্ধে। ৭ জুন ২৩ বুধবার বেলা ১১ টায় বিরাট ঈদগাহ ময়দানে মরহুমের কপিন পৌছায়।
সেখানে তাকে রাষ্ট্রীয় ভাবে গাড অপ অনার প্রদান করা হয়।
এসম তার যানাযায় হাজারো মানুষের ঢল নামে। উক্ত জানাযায় উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার বূমি এম আব্দুলাহ ইবনে মাসুদ আহমেদ,বটিয়াঘাটা থানার ওসি তদন্ত মোঃ জাহেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, কমারুল ইসলাম, মনোরঞ্জন মন্ডল, নিরানঞ্জন রায়, মোহাম্মদ মোশাররফ হোসেন, এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, ইউপি চেয়ারম্যান মোঃ আছাবুর রহমান আসাব, শেখ ওবায়দুলাহ, মিজানুর রহমান মিলন গোলদার, সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন মোল্লা বাবু, গোলাম হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ রাসেল কবির, মাষ্টার সাহেবালী,বিএনপি নেতা সুলতান মাহমুদ,সাইফুর রহমান, মাওলানা মোঃ আবু ইউসুফ,মোঃ আব্দুল হাই, মাষ্টার শহিদুল্লা,অনিল কুমার মন্ডল,বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি কবির আহমেদ খান.বটিয়াঘাটা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আমিরুল ইসলাম অপু,সাংবাদিক এস এম ফরিদ রানা,আহসান কবির, আল আমিন গোলদার,গোলদার,সোহরাব মুন্সী, তরিকুল ইসলাম, গোলদার আরিফুজ্জামান দুলু, ইমরান হোসেন। এছাড়া সর্বোচ্চস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলো।