1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বঙ্গোপসাগরে বাংলাদেশ-ভারতীয় নৌবাহিনীর যৌথ মহড়া - NEWSTVBANGLA
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
পুলিশের বাধা সংক্রান্ত প্রকাশিত ছবির ওপর পুলিশ সদর দপ্তরের মনোযোগ আকৃষ্ট হয়েছে যেভাবে জিম্মি করা হয় ট্রেনের যাত্রীদের সিরিয়ায় সহিংসতায় ১৩৮৩ বেসামরিক নিহত চলতি বছর বাংলাদেশে ফিতরার হার কমেছে কেন? বাংলাদেশ থেকে ভারতে ধেয়ে যাচ্ছে সাইক্লোন ১৮ রাজ্যে সতর্কতা রাজধানীর কলাবাগান থানার সন্ত্রাস বিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার রিমান্ড, নতুন করে গ্রেপ্তার নেত্রী ‘আইসিসি মানেই ভারতীয় ক্রিকেট বোর্ড, এর সমাধান দরকার’ ১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না ছাত্র ফেডারেশন-ছাত্র ইউনিয়ন নেতাসহ ১২ জনের নামে মামলা রোহিঙ্গাদের নিয়ে আইসিজে মামলায় আমরা সফল হতে চাই : প্রধান উপদেষ্টা

বঙ্গোপসাগরে বাংলাদেশ-ভারতীয় নৌবাহিনীর যৌথ মহড়া

প্রতিনিধি

বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর অংশগ্রহণে যৌথ টহল ‘করপ্যাট’ ও দ্বিপাক্ষিক মহড়া ‘বঙ্গোসাগর’। সোমবার (১০ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনী জাহাজের অংশগ্রহণে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হচ্ছে যৌথ টহল ‘করপ্যাট’ও চতুর্থ দ্বিপাক্ষিক মহড়া ‘বঙ্গোসাগর’।
কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের তত্ত্বাবধানে এ যৌথ টহল ও মহড়া ১০ মার্চ হতে শুরু হয়েছে এবং আগামী ১২ মার্চ পর্যন্ত চলমান থাকবে।

যৌথ এ টহল ও মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা আবু উবাইদাহ ও একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট। অন্যদিকে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস রানভীর ও একটি হেলিকপ্টার এ টহল ও মহড়ায় অংশ নিচ্ছে।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৮ সাল থেকে এই যৌথ টহল অনুষ্ঠিত হয়ে আসছে। দুই দেশের নির্ধারিত সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান, মানবপাচার, জলদস্যুতা এবং মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনের লক্ষ্যে এ যৌথ টহল ও মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে দুই দেশের নিজ নিজ জলসীমায় সমুদ্র বিষয়ক অপরাধ সম্পর্কিত তথ্য আদান-প্রদান, তথ্যাদির সঠিক ব্যবস্থাপনা, সমুদ্রপথে অবৈধ কার্যক্রম পরিচালনাকারী জাহাজগুলো চিহ্নিতকরণ ও বিভিন্ন অপরাধ নিরসনকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাশাপাশি আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা, সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা ও সমুদ্র অর্থনীতির উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট